গোয়ালন্দে ব্লক বাটিক ও ই-পণ্য সার্ভিস বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

মইনুল হক মৃধা || ২০২২-০৩-৩০ ১৬:০৩:৫৬

image

রাজবাড়ীর জেলার গোয়ালন্দে বেকার যুব নারীদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্লব বাটিক ও ই-পণ্য সার্ভিস বিষয়ক ২১ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। 
  গত ২৯শে মার্চ সকালে উপজেলা অফিসার্স ক্লাবে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ভাতার অর্থ বিতরণ করা হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে অনষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জাইকার প্রতিনিধি নাজিউর রহমান, প্রশিক্ষণের ট্রেইনার খাদিজাতুল কোবরা নাজমা বক্তব্য রাখেন। এ সময় প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় গোয়ালন্দ উপজেলা পরিষদ আয়োজিত এই প্রশিক্ষণে ২১জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com