বালিয়াকান্দিতে শিক্ষকের বাড়ীরপথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২২-০৩-৩০ ১৬:৫১:৪০

image

জমির বিরোধকে কেন্দ্র করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মাদ্রাসা শিক্ষক আউয়াল মন্ডলের বসতবাড়ীতে আসা-যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ।

  আউয়াল মন্ডল জানান, তাদের সাথে একই গ্রামের হাবিব মন্ডল, লিটন মন্ডল, টিটন মন্ডল ও হাফিজ মন্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে ৩দিন আগে তারা বাড়ীতে যাওয়া-আসার পথ বাঁশ ও গাছের কাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে তারা বিপাকে পড়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com