রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গোয়ালন্দে মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার || ২০২২-০৩-৩১ ১৭:১২:২৯

image

গণযোগাযোগ অধিদপ্তরের ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল ৩১শে মার্চ সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। 
  অনুষ্ঠানে ভিডিওকলের মাধ্যমে সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। 
  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন। সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। 
  বক্তাগণ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ-আমার বাড়ী আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রমসমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, বাল্য বিবাহ, মাদক, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় সুধীজনেরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মহিলারা উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com