পাংশার বাগদুলী বাজারে ভয়াবহ আগুনে ১৫টি দোকান ভস্মিভূত

শামীম হোসেন || ২০২২-০৪-০২ ১৫:৩৯:৩১

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে গত ৩১শে মার্চ দিনগত রাত ১টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে। 
  এতে বাগদুলী বাজারের মিয়া মার্কেটের ১৩টি দোকানসহ আশপাশের আরও ২টি সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
  জানা গেছে, প্রথমে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে একটি দোকানের ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
  বাগদুলী বাজার বণিক সমিতির সভাপতি কেছমত আলী শেখ বলেন, পাংশা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো বাজারই আগুনে পুড়ে ছাই হয়ে যেত।
  পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com