জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে মাছের পোনা অবমুক্তকরণ করলেন এমপি

স্টাফ রিপোর্টার || ২০২০-০৭-২৩ ১৪:৪৯:৫১

image

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী সরকারী কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
  জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ২৩শে জুলাই সকালে রাজবাড়ী সরকারী কলেজের পুকুরে এই মাছের পোনা (রুই, কাতল, মৃগেল) অবমুক্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। 
  এ সময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ও জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com