গোয়ালন্দের বিভিন্ন হাট-বাজারে ইউএনও’র তদারকি অভিযান

স্টাফ রিপোর্টার || ২০২২-০৪-০৩ ১৪:৪৪:২২

image

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল হক গতকাল ৩রা এপ্রিল সকালে উপজেলার বিভিন্ন হাট-বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন।
  অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় গোয়ালন্দ বাজারের ১টি ওষুধের দোকানকে ৫শত টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ১টি বেকারীকে ২শত টাকা এবং পোড়া তেল ব্যবহারের দায়ে ১টি খাবারের হোটেলকে ২শত টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। 
  গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম এবং পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 
  এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক বলেন, রমজানের প্রথম দিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে তদারকি অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানাসহ সব ধরনের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তরমুজ বিক্রেতাদের পিস হিসেবে বিক্রির জন্য বলা হয়েছে। খাবারের অতিরিক্ত দাম ও পণ্যের ভেজাল কোনভাবেই মেনে নেওয়া হবে না।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com