পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বাজার তদারকি অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম গতকাল ৪ঠা এপ্রিল দুপুরে দৌলতদিয়া বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তিনি দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখা, ওজনে কম না দেয়া এবং ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করাসহ সার্বিক বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি তরমুজ বিক্রেতাদের ওজন দরে বিক্রি না করে পিস হিসেবে বিক্রির নির্দেশ দেন। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হবে বলে সতর্ক করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, তদারকি অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের সতর্ক করাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এটা না মানলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com