কালুখালীর মদাপুরে মহিলা মেম্বারের বাড়ীতে দুর্বৃত্তের আগুন॥লক্ষ টাকার ক্ষতি

কালুখালী প্রতিনিধি || ২০২২-০৪-০৪ ১৪:৫৫:০০

image

পূর্ব শত্রুতার জেরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউপির সংরক্ষিত ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইমারত সরদারের স্ত্রী বিউটি বেগমের বসত বাড়ীর রান্নাঘর ও গোয়াল ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা। এতে লক্ষাধিক টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। 

  বিউটি বেগম জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রেশারেশির জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শফিকুল ইসলাম ছবি, রোকনুজ্জামান, দুলাল মিয়া ও হেলালসহ অজ্ঞাত ১০/১২ জন দূর্বত্ত তার রান্না ঘরে অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখায় তার রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। 

  এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য বিউটি বেগম বাদী হয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেন বলে জানা গেছে।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com