রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা থেকে ৪৭ পিস ইয়াবাসহ ৩জন মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
গত ৪ঠা এপ্রিল রাত ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পোড়াভিটার এক ভিক্ষুকের ঘর থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- পোড়াভিটা এলাকার মৃত মুরাদ আলীর ছেলে শুকুর আলী(৪০), উত্তর দৌলতদিয়া আফছার শেখের পাড়ার ছলিম শেখের ছেলে আব্দুর রহমান শেখ(৩২) এবং দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের মালেক মোল্লার ছেলে চাঁন মোল্লা(৪৩)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৫ই এপ্রিল তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com