জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে ‘সবাই মিলে খেলা করি-মাদকমুক্ত সমাজ গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, সাবেক খেলোয়াড় শহীদুল ইসলাম বাবলু, জিয়াউল হাসান জিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা ও কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ মাদকমুক্ত সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com