জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে পাংশায় র‌্যালী-আলোচনা

শামীম হোসেন || ২০২২-০৪-০৬ ১৪:৩২:১৯

image

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে ‘সবাই মিলে খেলা করি-মাদকমুক্ত সমাজ গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই এপ্রিল সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস.এম রাসেল কবির ও সহ-সভাপতি শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তাগণ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন। উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্যরা র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com