পাংশায় মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণ

শামীম হোসেন || ২০২২-০৪-০৭ ১৪:৫৯:৫৯

image

মৎস্য অধিদপ্তরের এনএনটিপি-২ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ২০ জন প্রদর্শনীর মৎস্য চাষীর মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। 
  উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৭ই এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এই উপকরণ (জনপ্রতি ২শত কেজি করে মাছের খাবার ও ১টি করে ব্যানার) বিতরণ করা হয়। 
  এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা সহকারী প্রকৌশলী হেকমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com