নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলা ভারী যানবাহন প্রবেশের কারণে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শহরে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। রমজানের শুরু থেকে এই যানজটের তীব্রতা আরও বেড়েছে।
জানা গেছে, যানজটের সৃষ্টি হওয়ার কারণে পাংশা পৌরসভা কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের মধ্যে ট্রাকসহ পণ্যবাহী ভারী যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারী করে রেখেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা না মেনে দিনের বেলা পণ্যবাহী যানবাহন প্রবেশ ও দীর্ঘ সময় ধরে লোড-আনলোড করা হচ্ছে। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।
পাংশা পৌর শহরের মৈশালা বাজার এলাকায় দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকা রাজীব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, পাংশার আজিজ সরদার বাসস্ট্যান্ড থেকে কালীবাড়ী মোড় মাত্র ৫ মিনিটের রাস্তা। অথচ যানজটের কারণে দীর্ঘ সময় লাগছে।
ফার্মেসী ব্যবসায়ী সবুজ খান বলেন, এই সড়কটি উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের পাংশা শহরে প্রবেশের একমাত্র সড়ক। কিন্তু দিনের বেলায় ভারী যানবাহন প্রবেশ করার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের মধ্যে ভারী যানবাহন প্রবেশ ও লোড-আনলোডের বিষয়ে নিষেধাজ্ঞা জারী করে মাইকিং করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com