জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্য পদ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক || ২০২২-০৪-০৮ ১৫:১০:১৬

image

ইউক্রেনে আগ্রাসন চালানোর শাস্তি হিসেবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দেয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়েছে। খবর এএফপি’র।
  এতে জাতিসংঘ সাধারণ পরিষদের মোট ১৯৩ সদস্যের মধ্যে  রাশিয়ার সদস্য পদ বাতিলের পক্ষে ৯৩ ভোট এবং বিপক্ষে ২৪ ভোট পড়ে। এ সময় ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে। ভোটের ফলাফলে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য দুর্বল হয়ে পড়তে দেখা যাচ্ছে।
   জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে কোন দেশকে বাদ দেয়ার ক্ষেত্রে এ যাবতকালের মধ্যে এটি ছিল দ্বিতীয় পদক্ষেপ। এক্ষেত্রে লিবিয়ার বিরুদ্ধে ২০১১ সালে এ ধরনের প্রথম পদক্ষেপ নেয়া হয়েছিল।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com