রাজবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ফাস্টফুডের দোকান-হোটেলের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২২-০৪-০৯ ১৪:১৯:২৬

image

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে গতকাল ৯ই এপ্রিল দুপুরে রাজবাড়ী বাজার ও বড়পুল এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধ প্রক্রিয়ায় সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী বাজারের নয়াটেস্ট পেস্ট্রি শপ (ফাস্টফুডের দোকান)কে ৩০ হাজার টাকা এবং বড়পুল এলাকার সোনাপুর হোটেলকে ১হাজার টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ সরকারী আইন মেনে ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা-বিক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়। রাজবাড়ী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com