পাংশার বাহাদুরপুরে দ্বিতীয় দফায় টিসিবি’র পণ্য বিক্রি

শামীম হোসেন || ২০২২-০৪-১০ ১৪:৫২:০৭

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডধারী ১হাজার ৪১৮টি পরিবারের মধ্যে দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। 
  গতকাল ১০ই এপ্রিল সকালে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে টিসিবির সাশ্রয়ী মূল্যের এই পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব হোসেন, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা  রবিউল ইসলাম এবং ইউপি সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ৫৬০ টাকার প্যাকেজে ২লিটার করে সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২কেজি করে ছোলা বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২ লিটার সয়াবিনের দাম ২২০ টাকা, ২ কেজি চিনি ১১০ টাকা, ২ কেজি মসুর ডাল ১৩০ টাকা এবং ২ কেজি ছোলা ১০০ টাকা ধরা হয়েছে। 
  উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষ্যে সারা দেশের ১ কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই দফায় টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রির অংশ হিসেবে প্রথম দফায় ৪৬০ টাকার প্যাকেজে ২লিটার করে সয়াবিন তেল, ২ কেজি করে চিনি ও ২ কেজি করে মসুর ডাল দেয়া হয়েছিল।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com