রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১টি চোরাই অটোরিক্সা (ইজিবাইক)সহ চোর চক্রের ৬জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
গত ১০ই এপ্রিল বিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া ঘাটের মাহেন্দ্র স্ট্যান্ড থেকে চোরাই অটোরিক্সাটিসহ তাদেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়ার হালিম খানের জনি খান(৩০), নছর উদ্দিন সরদার পাড়ার বারেক শেখের ছেলে চান মিয়া শেখ(২৮), সিদ্দিক শেখের ছেলে সেলিম শেখ(৩৩), মৃত আজিজ মিয়ার ছেলে আরিফ মিয়া(৩৮), ফেলু মোল্লার পাড়ার গোপাল পালের ছেলে নৈমুদ্দিন পাল ওরফে নাঈম ইকবাল(৩৮) এবং ফরিদপুরের রহিমপুর গ্রামের ইদ্রিস শেখের ছেলে আরিফ শেখ(২২)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, উদ্ধারকৃত অটোরিক্সাটি ফরিদপুর থেকে চুরি করা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১১ই এপ্রিল তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com