রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজারে সাপ্তাহিক হাট বসানোর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাজার বণিক সমিতির আয়োজনে গতকাল ১১ই এপ্রিল সকালে বাজার প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্থানীয় সমাজসেবী মহিউদ্দিন শেখ ইনচু’র সভাপতিত্বে সভায় মোহনপুর বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্জালাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম কুটি মনি, ইউসুফ হোসেন মন্ডল, মহসিন শেখ, লিয়াকত মাস্টার, আকবর মন্ডল, ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুল কুদ্দুস ও ফরিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী পহেলা বৈশাখ থেকে প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার হাট বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com