ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখার আয়োজনে গতকাল ১২ই এপ্রিল বিকালে ‘সার্বজনীন কল্যাণে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অন্যান্য অতিথিদের মধ্যে রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী ও কালুখালী কিং জুট মিলের মালিক আব্দুর রাজ্জাক খান প্রমুখ বক্তব্য রাখেন।
‘সার্বজনীন কল্যাণে রমজান’ বিষয়ক আলোচনা করেন বিশিষ্ট আলেম ও পাংশার সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লা ইব্রাহিম। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ সিয়াম।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com