রাজবাড়ী সদর হাসপাতালে অস্বাভাবিক ডায়রিয়া রোগী ভর্তির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার || ২০২২-০৪-১২ ১৪:৩২:৪৬

image

 রাজবাড়ী জেলা সদর হাসপাতালে আকস্মিকভাবে অস্বাভাবিক ডায়রিয়া রোগী ভর্তি হওয়ার কারণ অনুসন্ধানের জন্য গতকাল ১২ই এপ্রিল রাজবাড়ীর সিভিল সার্জন কর্তৃক ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
  তদন্ত কমিটিতে জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ শামীম আহসানকে সভাপতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমানকে সদস্য সচিব এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আবু হানিফ, জেলা সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ কানিজ ফাতেমা ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়াকে সদস্য করা হয়েছে।
  গতকাল ১২ই এপ্রিল রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। যা অস্বাভাবিক বলে প্রতীয়মান হচ্ছে। এই আকস্মিকভাবে অস্বাভাবিক ডায়রিয়া রোগী ভর্তি হওয়ার কারণ অনুসন্ধানের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে সিভিল সার্জনের দপ্তরে প্রতিবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। 
  উল্লেখ্য, গত ৩দিনে দেড় শতাধিক ডায়রিয়া রোগী রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ১২টি বেড থাকায় ফ্লোরের পাশাপাশি অনেক রোগীকে ওয়ার্ডের বাইরে গাছতলায় ও ড্রেনের পাশে খোলা আকাশের নীচে চাদর টানিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।    

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com