আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গতকাল ১২ই এপ্রিল বিকাল ৩টায় জেলা জজের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন লিলিফা আকতার জা’র সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার(সহকারী জজ) মোঃ মিলন আলীর সঞ্চালনায় সভায় কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ এটিএম মোস্তফা মিঠু, সাধারণ সম্পাদক এডঃ বিজন কুমার বোস, জজ কোর্টের পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, জেলা কারাগারের জেলার মোঃ হুমায়ুন কবির খান, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, পর্যবেক্ষকদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার আমান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কায়ছুন্নাহার সুরমা, যুগ্ম-জেলা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত, যুগ্ম-জেলা জজ ২য় আদালতের বিচারক মোঃ শাহিনুর রহমান, সহকারী জজ (গোয়ালন্দ) বেগম আরিফা আক্তার, অতিরিক্ত আদালত(সদর) এর সহকারী জজ এমদাদুল হক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা ও এনজিও ভিপিকেএ’র নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন লিলিফা আকতার জা বলেন, জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র-অসহায় মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করা হয়। ওকালতনামা, আইনজীবীর ফিসহ মামলা পরিচালনার যাবতীয় খরচ সরকারীভাবে নির্বাহ করা হয়। এই কার্যক্রমের ফলে অর্থের অভাবে মামলা পরিচালনায় অসমর্থ অসংখ্য মানুষ বিনামূল্যে আইনী সেবা পাচ্ছে। তিনি লিগ্যাল এইডের কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্বারোপ এবং যথাযথভাবে দিবসটি উদযাপনে লিগ্যাল এইড কমিটির সদস্য, পর্যপেক্ষক, আইনজীবীসহ সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে সরকারী কর্মকর্তা, আইনজীবী, বিচার প্রত্যাশী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, লিগ্যাল এইডের সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের অংশগ্রহণে র্যালী, লিফলেট বিতরণ, আলোচনা সভা, তথ্য অফিস ও স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কিত প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com