পাংশায় ভ্রাম্যমাণ আদালতে আইসক্রিম ফ্যাক্টরী বেকারী ও মিষ্টির দোকানের ৩০হাজার জরিমানা

শামীম হোসেন || ২০২২-০৪-১৩ ১৫:০১:২৩

image

রাজবাড়ী জেলার পাংশায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আইসক্রিম ফ্যাক্টরী, বেকারী ও মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

  গতকাল ১৩ই এপ্রিল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন পাংশা পৌরসভা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

  অভিযানকালে বিএসটিআই’র লাইসেন্স না থাকা, বাজারজাতকৃত পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকা এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে পাংশা পুরাতন বাজারের পিপাসা আইসক্রিম ফ্যাক্টরীকে ১৫ হাজার টাকা, একই এলাকার ১টি বেকারীকে ১০ হাজার টাকাও পাংশা রেলওয়ে স্টেশন বাজারের চন্দনা সুইটসকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। 

  বিএসটিআই’র ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক আব্দুল মতিন ও পাংশা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com