পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

দেবাশীষ বিশ্বাস || ২০২২-০৪-১৪ ১৬:৪৭:৫৬

image

প্রাচীন বাংলার গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা গতকাল ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চত্রার বিলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

  জামালপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ খায়রুল ইসলামের উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে ৯টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘোড়াগুলোকে টাইগার, বিদ্যুৎ, বাহাদুরসহ বাহারী নামে ডাকা হয়।

  পহেলা বৈশাখ উপলক্ষ্যে এমন বিনোদনমূলক ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুুরুষসহ প্রায় ১০ হাজার দর্শনাথী উপস্থিত ছিলেন।

  উপস্থিত দর্শনাথীরা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনপদের ঐতিহ্যগুলো এক সময় বিশ্বসেরা ছিল। সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। ৩০ বছর পরে এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বলে অনেকে জানান। সরকারের পৃষ্ঠপোকতা ও সহযোগিতা না পেলে গ্রাম বাংলার এসব খেলাধুলা দ্রুত সময়ের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করেন অনেকে।

  প্রতিযোগিতার শেষ রাউন্ডে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইল গ্রামের মোক্তার মোল্লার ঘোড়া প্রথম স্থান, একই উপজেলার গোপালনগর গ্রামের ফুল মিয়ার টাইগার নামের ঘোড়া দ্বিতীয় স্থান, মোক্তার মোল্লার বিদ্যুৎ নামের আরেকটি ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

  আয়েজন মোঃ খায়রুল ইসলাম বলেন, প্রচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে আজকের এই আয়োজন। হঠাৎ করে এমন আয়োজন এত দর্শনার্থী উপস্থিত থাকবে এটি অকল্পনীয় ছিল। আগামীতে গ্রামীণ জনপদের বিলুপ্ত প্রায় খেলাগুলো বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাবো।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com