কালুখালীতে প্রশাসনের নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

ফজলুল হক || ২০২২-০৪-১৫ ১৫:১০:৫৯

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ১৪২৯ বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।

  এ উপলক্ষ্যে ১৪ই এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা আশপাশ রাস্তা প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন, ওসি(তদন্ত) মোঃ আব্দুল গণি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন রানা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক দেবাশীষ সাহার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবশেন করেন বিশ^জিত বিশ^াস ও কেয়া সাহাসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com