মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে রাজবাড়ীর টাউন মক্তবের প্রাক্তন শিক্ষার্থী কৌশিক

স্টাফ রিপোর্টার || ২০২২-০৪-১৫ ১৫:১১:৩৭

image

চলতি বছরের মেডিকেলে ভর্তি পরীক্ষায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কৌশিক আহম্মেদ। 
  রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী লোকমান হোসেন ও গৃহিনী শামীমা আক্তার দম্পতির বড় ছেলে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালের পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে জেএসসি ও এসএসসি পাসের পর ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইসএসসি পাস করে। এছাড়াও সে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সে মেডিকেলের লেখাপড়া শেষ করে ডাক্তার হয়ে গরীব-অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিতে চায়। পাবলিক মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় মেধাবী কৌশিক আহম্মেদ ও তার বাবা-মা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
  উল্লেখ্য, চলতি বছর কৌশিক আহম্মেদ ছাড়াও রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আরও ৫ জন শিক্ষার্থী পাবলিক মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com