বালিয়াকান্দির ইলিশকোল গ্রামে চড়ক পূজা অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২২-০৪-১৬ ১৪:৩২:৪৬

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ইলিশকোল গ্রামে হাজারও হিন্দু ধর্মাবলম্বী ভক্তের সমাগমে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। 

  গত ১৫ই এপ্রিল বিকালে ইলিশকোল গ্রামের একটি মাছে এই চড়ক পূজার আয়োজন করা হয়। মনের ইচ্ছা পূরণে চড়ক গাছের গোড়ায় পূজা দেন ভক্তরা। তবে পূজার মূল আকর্ষণ ছিল ২জন তরুণ সন্ন্যাসীর পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘুরানো। ঢোল আর বাদ্যের তালে তালে তাদের পিঠে বড়শি গেঁথে দেন পূজারীরা। নানা ধর্মীয় আচার পালনের সঙ্গে সঙ্গে উলুধ্বনিতে ভরে ওঠে চারপাশ। ২জন সন্ন্যাসীকে ৩০-৩৫ ফুট উঁচু চড়ক গাছের ২ প্রান্তে ঝুলানোর পর উলুধ্বনি ও ঢোলের বাজনার সাথে রশি ধরে তাদেরকে ঘুরাতে থাকেন ভক্তরা। চক্করের মাঝে মাঝে ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে থামানো হয় কয়েকবার। এ সময় কল্যাণের আশায় ভক্তদের অনেকেই চড়কে ঝোলা সন্ন্যাসীদের কোলে তুলে দেন তাদের শিশু সন্তানদের। এভাবেই শেষ হয় চড়ক পূজা। 

  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য অতিথিরা ভক্ত-দর্শনার্থীদের সাথে পূজা উপভোগ করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com