উপসাগরীয় আমিরাত দুবাইয়ে নিলামের আগে বিশ্বের অন্যতম বিশালাকৃতির এক বিরল প্রকৃতির আনকোরা রুবি পাথর প্রথমবারের মতো প্রদর্শনীতে রাখা হয়েছে। ৮,৪০০ ক্যারেটের পাথরটির ডাক দেয়া হয়েছে বুর্জ আলহামাল। ওজন ২.৮ কিলোগ্রাম (৬ পাউন্ডেরও বেশি)। তানজানিয়ার খনিতে পাওয়া গেছে। এস.জে গোল্ড এন্ড ডায়মন্ড কোম্পানির ‘ক্যালিস্টো কালেকশন’-এর অংশ হিসেবে গত শুক্রবার দুবাইয়ের এক হোটেলে এটি প্রথম প্রদর্শিত হয়েছে। খবর এএফপি’র।
সংস্থাটি বলেছে, এটি বিশ্বের বড় আনকোরা রুবিগুলির অন্যতম। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক পিলাটি বলেন, এটি এখন পর্যন্ত পাওয়া বিরলতম রুবি।
তিনি বলেন, এটি এখনো পরিশোধন করা হয়নি, তাই এটি প্রাকৃতিক এবং সে কারণেই অত্যন্ত মূল্যবান। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, সবুজ এবং গাঢ় বেগুনি রঙের এই রুবির মূল্য ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে।
পিলাটি এএফপিকে বলেন, পাথরটি নিলামে যাওয়ার আগে, আগামী ৩০ দিন দুবাইয়ের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com