পাংশায় নানা আয়োজনে মুজিবনগর দিবস পালিত

শামীম হোসেন || ২০২২-০৪-১৭ ১৪:৪৫:৩৫

image

রাজবাড়ী জেলার পাংশায় নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষ্যে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই এপ্রিল সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখান থেকে র‌্যালী বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি প্রমুখ বক্তব্য রাখেন।

  বক্তাগণ ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com