করোনাকালীন সময়ে চিকিৎসা সেবাসহ নানাবিধ কার্যক্রমে যশোর সেনানিবাস

স্টাফ রিপোর্টার || ২০২০-০৭-২৫ ১৪:১৮:৩২

image

করোনাকালীন সময়ে চিকিৎসা সেবাসহ নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 
  সেনাবাহিনীর মেডিকোল কোরের চিকিৎসকগণের সমন্বয়ে যশোর অঞ্চলের জেলাগুলোতে গর্ভবতীদের নারীদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে পুষ্টিকর খাবার, ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। 
  এছাড়াও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ, প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ বিতরণ, গণপরিবহন চলাচল মনিটরিং, ঈদকে সামনে রেখে মার্কেট/শপিংমল ও কোরবানীর পশুর হাটে অতিরিক্ত জনসমাগম এড়ানোর নজরদারী ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী সাতক্ষীরার হাজরাখালী ও খুলনার রতনা পয়েন্টে বেড়ী বাঁধ মেরামত দ্রুত গতিতে এগিয়ে নেয়া, দুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ, ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com