মুজিবনগর দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বজিৎ দে বাবলু || ২০২২-০৪-১৯ ১৪:৩৮:১৬

image

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  গত ১৭ই এপ্রিল প্যাটারসন সিটির ৩৫১ ইউনিয়ন এভিনিউস্থ বেঙ্গল ইন্স্যুরেন্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু’র সঞ্চালনায় আলোচনা সভায় নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, এম.এ হামিদ, ফয়জুর রহমান ফটিক, আব্দুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিপন, তাজউদ্দিন আহমেদ, আব্দুল মুকিত, মাহফুজুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক  সাঈদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ও দপ্তর সম্পাদক রাসেল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করা হয়। ইফতারের পূর্বে দোয়া-মোনাজাত পরিচালনা করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী সিদ্দীক আহমেদ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com