কালুখালীতে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ফজলুল হক || ২০২২-০৪-২০ ১৪:০৮:৪৯

image

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

  কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২০শে এপ্রিল সকালে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

  কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) মাসুদুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রামকৃষ্ণ সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলোক কুমার প্রামানিক, নাজমুল হক, কৃষক অশোক প্রামানিক ও কৃষাণী বিথিকা প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ ক্ষেতে কীটনাশক প্রয়োগের ব্যাপারে সতর্ক থাকাসহ পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com