রাজবাড়ীতে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার(সিবিএইচসি)’র আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় গতকাল ২১শে এপ্রিল সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু হানিফের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস।
অন্যান্যের মধ্যে মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলো প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মিজানপুর ও দাদশী ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২টি করে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ২দিন করে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। মিজানপুর ও দাদশী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের পর অন্যান্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা পর্যায়ক্রমে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com