কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের ইন্তেকাল

মোখলেছুর রহমান || ২০২২-০৪-২২ ১৫:২৮:১০

image

রাজবাড়ী জেলার কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুর রহমান(৫১) আর নেই। 
  হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১শে এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
  গতকাল ২২শে এপ্রিল সকাল ১০টায় কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম এবং বেলা ১১টায় নিজ গ্রাম বহর কালুখালীর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযার নামাজ শেষে তার মরদেহ বহর কালুখালী কবরস্থানে দাফন করা হয়। প্রথম জানাযার নামাজে কালুখালী দাখিল মাদ্রাসার সহকারী সুপার আবু নুর মোঃ ইমারত আলী খান এবং দ্বিতীয় জানাযার নামাজে মরহুমের জ্যেষ্ঠ পুত্র হাসান মাহমুদ ইমামতি করেন। 
  এছাড়া প্রথম জানাযার নামাজের পূর্বে কালুখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সামছুল আলম, জেলা বার এসোসিয়েশনের আইনজীবী শহিদুল ইসলাম ও কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।  
  উল্লেখ্য, হাবিবুর রহমান ১৯৯২ সালে ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং আমৃত্যু সেখানেই সুনামের সাথে শিক্ষকতা করেন। তার মৃত্যুতে পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com