ফরিদপুরে যক্ষ্মা রোগের ব্যাপারে সচেতনতার লক্ষ্যে ওষুধের দোকানীদের সাথে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১শে এপ্রিল বিকালে স্থানীয় পরিচর্যা হাসপাতালের হলরুমে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)-এর ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম.এ জলিল ও জেলা নাটাবের সমন্বয়কারী শাহিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com