ইতালির ভেনিস শহরে ৫৯তম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে।
গত ২৩শে এপ্রিল ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এই প্যাভিলিয়নের উদ্বোধন করেন।
এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ইতালিন মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল এম.জে.এইচ জাবেদ, অধ্যাপক মইনুদ্দিন খালিদ ও ইতালির চিত্রশিল্পী ভিভিয়ানা ভানুচিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভেনিসের এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীকে চিত্রকলা বিষয়ে সারা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ববরেণ্য চিত্রশিল্পীগণ এই আসরে তাদের চিত্রকর্মসমূহ প্রদর্শন করে থাকেন। আগামী ৬ মাসব্যাপী অনুষ্ঠিতব্য এই চিত্র প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৮০টি দেশের চিত্রশিল্পীরা অংশ নিচ্ছে। বাংলাদেশের প্যাভিলিয়নে দেশের খ্যাতনামা চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস, জামালউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল, হারুন-অর-রশীদ, সুমন ওয়াহিদ ও প্রমীতি হাসানের শিল্পকর্মসহ ইতালিয়ান চিত্রশিল্পী মার্কো কাসারা, ফ্রাংকো মারোক্কো ও জোসেপ্পে দিয়েগো স্পিনেলীর কিছু শিল্পকর্ম স্থান পেয়েছ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com