জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কালুখালীতে আলোচনা সভা

মোখলেছুর রহমান || ২০২২-০৪-২৪ ১৫:৪১:২২

image

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালীতে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
  জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে গতকাল ২৪শে এপ্রিল বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস.এম সাহাদত মিরাজের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার ও কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার ২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন করে ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
  উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইলসাম তার বক্তব্যে বলেন, সুস্থ্য থাকার জন্য মানুষের জীবনে প্রথম দরকার পুষ্টি। পুষ্টিহীনতার শিকার মানুষ কখনও শারীরিকভাবে সক্ষম হয় না। বিশেষ করে কিশোর-কিশোরীদের যাতে পুষ্টিহীনতা না হয় সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। দেশীয় ফলসহ সব ধরনের পুষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com