প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আগামীকাল ২৬শে এপ্রিল ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন কার্যক্রমের আওতায় তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে আগামীকাল ২৬শে এপ্রিল রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় আরও ২৮৬টি সরকারী ঘর হস্তান্তর করা হবে।
এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শে এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন’-১৯৭২ সালের ৩রা জুলাই বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন আয়োজিত সমবায় সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ উক্তির উপর ভিত্তি করে বর্তমান সরকার বিভিন্নভাবে ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবার পুনর্বাসন করে আসছে।
তিনি আরো বলোন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না।’ এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ইতিপূর্বে রাজবাড়ী জেলায় প্রথম পর্যায়ে ৭৬০টি এবং ২য় পর্যায়ে ৪৩০টি ঘরের বরাদ্দ ভূমিহীন ও গৃহহীন দেওয়া হয়েছে। ৩য় পর্যায়ে জেলার ৫টি উপজেলার জন্য ৩ ধাপে ২৮৬, ২১৮ ও ৩৭০টিসহ ৮৭৪টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে যার নির্মাণ কাজ চলমান রয়েছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে সকল উপজেলায় উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং আগামী ২৬শে এপ্রিল উদ্বোধনের জন্য রাজবাড়ী সদর উপজেলায় ৭৫টি, পাংশা উপজেলায় ১০০টি, কালুখালী উপজেলায় ২১টি, বালিয়াকান্দি উপজেলায় ৪০টি এবং গোয়ালন্দ উপজেলায় ৫০টিসহ মোট ২৮৬টি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করার জন্য প্রস্তুত করা হয়েছে। অবশিষ্ট ৫৮৮টি ঘরের কাজ দ্রুত চলমান রয়েছে। জেলার প্রত্যেক উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও সুধীজনরা উপস্থিত থাকবেন। ভার্চুয়াল মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার পর স্থানীয়ভাবে উপকারভোগীদের কাছে ঘর হস্তান্তর করা হবে। লিখিত বক্তব্যের শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সহকারী কমিশনার বিপুল সিকদার, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com