মুজিববর্ষে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পুনর্বাসন কার্যক্রমের ৩য় পর্যায়ের ১ম ধাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আরও ৫০টি পরিবার সরকারী জমিসহ সরকারী ঘর পাচ্ছে।
আজ ২৬শে এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সারা দেশে একযোগে এই হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে এপ্রিল বিকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। সে উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলায় প্রথম পর্যায়ে ৪৩০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩০টি ঘর হতদরিদ্রদের মাঝে বরাদ্দ দেয়া হয়। ইতিমধ্যে তাদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ের ৩টি ধাপে ৫০টি করে আরও ১৫০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়া ৫০টি ঘর হস্তান্তর করা হবে। বাকীগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, এনায়েত হোসেন জাকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ রেজা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনিসহ উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে সবাইকে ইফতার করানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com