রাজবাড়ীর ধুলদী জয়পুরে ধানের চাতালে বয়লার বিস্ফোরণে ১জন শ্রমিক নিহত॥দগ্ধ-৩

আশিকুর রহমান || ২০২২-০৪-২৫ ১৪:৪০:৪৪

image

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে ধানের চাতালে বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার(২২) নামে এক শ্রমিক নিহত এবং আরও ৩জন দগ্ধ হয়েছে। 
  গতকাল ২৫শে এপ্রিল সকাল ৯টার দিকে ধুলদী জয়পুর গ্রামের ছাত্তার মল্লিকের ধানের চাতালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল শিকদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ফেলু শিকদারের ছেলে। 
  নিহত ইসমাইল শিকদারের চাচা শহিদুল শিকদার জানান, সকালে শ্রমিকরা ধান সেদ্ধ করার কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লারের বিস্ফোরণ ঘটে। এতে বিস্ফোরিত বয়লারের আঘাতে ও ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই ইমাইল মারা যায়। এছাড়া আব্দুল কুদ্দুস ও ভোলো বেগম এবং চাতালের পাশ দিয়ে যাওয়া ভাঙ্গারী মালের এক হকার গুরুতর দগ্ধ হয়। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
  রাজবাড়ী থানার ওসি শাহাদত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com