বালিয়াকান্দিতে মন্দির ভিত্তিক গীতা শিক্ষা কেন্দ্র উদ্বোধন

তনু সিকদার সবুজ || ২০২২-০৪-২৯ ১৫:০৫:২৪

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর সর্বজনীন কালী মন্দিরে গতকাল ২৯শে এপ্রিল সকালে মন্দির ভিত্তিক গীতা শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

  বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এবং বহরপুর সর্বজনীন কালী মন্দির কমিটির ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে অনুপ কুমার সিরকার চাঁদুর সভাপতিত্বে ও মন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব পালের সঞ্চালনায় বাগীশিকের জেলা শাখার সভাপতি সুরজিৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক উত্তম কুমার গোস্বামী, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি কমল সরকার, পূজা উদযাপন পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক নীতিশ কুমার মন্ডল, ব্রাক্ষ্মণ সংসদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি তাপস কুমার চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, সাধারণ সম্পাদক রতন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  উদ্বোধন অনুষ্ঠান শেষে শিশুদের নিয়ে গীতা পাঠ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  আয়োজকরা জানান, প্রথম পর্যায়ে সপ্তাহের প্রতি শুক্রবার হিন্দু ধর্মাবলম্বী শিশুদের গীতা শিক্ষা দেয়া হবে। পরবর্তীতে সকল বয়সীদের গীতা শিক্ষার ব্যবস্থা করা হবে।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com