রাজবাড়ীতে লাইফ সাইন্স কেয়ারগিভারের পক্ষ থেকে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার || ২০২২-০৪-২৯ ১৫:০৫:৫০

image

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ীতে লাইফ সাইন্স কেয়ারগিভারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২৯শে এপ্রিল রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজ সড়কে প্রতিষ্ঠানের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ লাইফ সাইন্স এন্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স।

  মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা এস.এম আবুল বাসার ও রাজবাড়ী ডিজিটাল ক্লিনিকের পরিচালক মোঃ আতাউর রহমান বক্তব্য রাখেন।

  বাংলাদেশ লাইফ সাইন্স এন্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন রাজবাড়ীর পরিচালক মোঃ ছানাউল্লাহ’র সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরব আলী, আলিম, সাইফুল্লাহ, রুহুল আমিন ও খালেদ সাইফুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ রহিম বক্স বলেন, কেয়ারগিভার একটি সম্মানজনক পেশা। দেশে ও বিদেশে কেয়ারগিভারদের চাহিদা রয়েছে। কেয়ারগিভিং চাইল্ড এন্ড ওল্ড প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি বৃদ্ধাশ্রম, ডে-কেয়ার সেন্টারে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 

  তিনি অত্র প্রতিষ্ঠানে পরিচালিত গ্রাম ডাক্তার, কেয়ারগিভার ও ভেটেরিনারি প্রশিক্ষণ বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com