রাজবাড়ী শহরের পালকী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের আরেকটি ফ্লোর উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২২-০৪-২৯ ১৫:০৬:১২

image

নিরাপদ ও রুচিসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বরে মোস্তফা প্লাজায় পালকী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের আরো একটি ফ্লোর চালু হয়েছে।

  গতকাল ২৯শে এপ্রিল ইফতারের আগে পালকি রেস্টুরেন্টের ৩য় তলায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে ফ্লোরটি শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।  

  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের প্রশাসক ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব বক্তব্য রাখেন।

  রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহ্নেওয়াজ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান ও পালকী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের চেয়ারম্যান মোঃ নিয়ামত আলী মোল্লা ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com