আর মাত্র ৩দিন পরই পবিত্র ঈদ-উল ফিতর। ইতিমধ্যে পুরোদমে ঈদযাত্রা শুরু হয়ে গেছে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে লাখ লাখ কর্মজীবী মানুষ গ্রামের বাড়ী ফিরতে শুরু করেছে।
ঘরমুখী এ সকল মানুষের চাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরী ও ২২টি লঞ্চ দিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের ফলে বড় ধরনের ভোগান্তি ছাড়াই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ঘাট দিয়ে ঈদযাত্রীরা গন্তব্যে যেতে পারছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, ঈদের চাপ সামাল দিতে এই রুটের ফেরীর সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ২১টি ফেরী দিয়ে পারাপার করা হচ্ছে। এর মধ্যে ১১টি বড়, ২টি মাঝারী ও ৮টি ছোট ফেরী রয়েছে। অপরদিকে, ২২টি লঞ্চ যাত্রী পারাপার করছে।
গতকাল ২৯শে এপ্রিল দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঘাট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩কিলোমিটার জুড়ে নদী পারাপারের অপেক্ষমান যানবাহনের সিরিয়াল রয়েছে। তবে ফেরী পার হয়ে যানবাহনগুলো সরাসরি চলে যেতে পারছে।
অপরদিকে, লঞ্চ ঘাটে যাত্রীদের তুলনামূলক বেশী ভিড় রয়েছে। পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চই ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসছে।
ঢাকা থেকে আসা গোপালগঞ্জগামী কলেজ ছাত্র সাফাত বলেন, পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে এসেছি-কোন কষ্ট হয়নি। এরপর ফেরীতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে এসেছি। এখন দেখি কোন গাড়ীতে বাড়ী যেতে পারি।
সাভার থেকে আসা যশোরগামী যাত্রী সৌরভ শিকদার বলেন, পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল বাসে এসে লঞ্চে দৌলতদিয়া ঘাটে এসেছি। সময় কম লাগে বিধায় লঞ্চে নদী পার হয়েছি। গতবারের চেয়ে এবার ভোগান্তি কম দেখা যাচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঘাট থেকে তেমন কোন দুর্ভোগ ছাড়াই নদী পার হয়ে ঈদযাত্রীরা বাড়ীতে যাচ্ছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় ঘাট এলাকায় আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com