গোয়ালন্দে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

মইনুল হক মৃধা || ২০২২-০৪-৩০ ১৪:১৬:৩৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম শেখ(৫০) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছে। 
  গতকাল ৩০শে এপ্রিল বিকাল ৪টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে এই দুর্ঘটনা ঘটে। 
  নিহত শহিদুল ইসলাম শেখ বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউনিয়নের চন্দ্রখালী গ্রামের মৃত জিন্নাত আলী শেখের ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে নামে একটি গার্মেন্টসে চাকরী করতেন। ঈদের ছুটিতে বাড়ী যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 
  জানা গেছে, নিহত শহিদুল ইসলাম শেখ ঈদের ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজের মোটর সাইকেলযোগে (ফরিদপুর-হ-১২৩২৮৬) গ্রামের বাড়ী যাচ্ছিলেন। বাংলাদেশ হ্যাচারীজের সামনে পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক(ঢাকা-মেট্রো-ট-২২-৫৬৭৯) তাকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। 
  আহলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, দুর্ঘটনার স্থান থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com