শ্রমিকদের ন্যুনতম মজুরী ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটি।
‘দুনিয়ার মজদুর এক হও’ শ্লোগান সামনে রেখে গতকাল ১লা মে সকালে মহান মে দিবসের আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
রাজবাড়ী শহরের শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মোস্তফা আবুল কালাম। এতে বক্তব্য দেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড সুশান্ত রায়, কলামিষ্ট বাবলা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকীর শাহাদাত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক মুজিব আলম বকুল, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, সম্পাদক আবদুল হালিম বাবু ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ রিপন প্রমুখ। আলোচনা সভায় কমিউনিস্ট পার্টি ও বন্ধু সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের শ্রমে-ঘামে এই সমাজ সভ্যতা গড়ে উঠেছে। দিনরাত পরিশ্রম করে ভবন ইমারত তৈরি করছে, মাঠে সোনার ফসল ফলাচ্ছে। কলকারখানার চাকা ঘুরাচ্ছে। কিন্তু তাঁরা তাদের ঘামের ন্যায্য হিস্যা পাচ্ছে না। ঢাকায় বিভিন্ন গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন বোনাসের দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। কৃষক পেঁয়াজের দাম পাচ্ছে না। ধানে লোকসান দিতে হচ্ছে। কিন্তু একশ্রেণির মানুষ আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। সমাজের এই বৈষম্য দুর করতে হবে। শ্রমিকদের ঘামের ন্যায্য মূল্য দিতে হবে। শ্রমিকদের ন্যুনতম মাসিক ২০ হাজার টাকা মজুরী নির্ধারণ করতে হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com