গোয়ালন্দে ভ্রাম্যমাণ বাসের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

মইনুল হক মৃধা || ২০২২-০৫-০৫ ১৫:৪৩:০৭

image

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে ভ্রাম্যমাণ বাসের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  

  গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ৫ই মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক হারুন-অর রশিদসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

  উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব ২য় পর্যায় প্রকল্পের আওতায় ২মাস মেয়াদী এই ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণে ২০ জন বেকার যুবক ও ২০ জন বেকার যুব নারী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদ ও ভাতা প্রদান করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com