রাজবাড়ীতে এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলন মেলা গত ৪ঠা মে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠান রাত ১০টায় সমাপ্ত হয়। আয়োজনের মধ্যে ছিল প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ, এরপর প্রয়াত বন্ধুদের জন্য দোয়া, পরিচিতি পর্ব, মধ্যাহ্ন ভোজ, প্রীতি খেলাধুলা, স্কুল জীবনের স্মৃতিচারণ, সন্ধ্যায় ফানুস উড়ানো-আতশবাজি, ৯৩ বন্ধুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও স্থানীয় সোলজার ব্যান্ডের পরিবেশনায় ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান।
রাজবাড়ী সদরের কয়েকটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৩ ব্যাচের ১শত বন্ধু সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com