রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে এক হাজার পিস সার্জিক্যাল মাস্ক বিতরণ

শেখ মামুন || ২০২০-০৭-২৬ ১৪:৫৭:০১

image

করোনা ভাইরাসের ভাইরাসের সংক্রমণ রোধে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে ১হাজার পিস সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। 
  গতকাল ২৬শে জুলাই বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী রাজবাড়ী শহরের ১নং রেলগেট থেকে ২নং রেলগেট এলাকা পর্যন্ত ঘুরে ঘুরে পথচারী, ক্ষুদ্র দোকানী, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসহ সকলের মধ্যে এই মাস্ক বিতরণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
  মাস্ক বিতরণকালে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মাস্ক। করোনা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সরকারও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এ জন্য মাস্ক পরতে উদ্বুদ্ধ করাসহ পৌরসভার পক্ষ থেকে এই মাস্ক বিতরণ করা হচ্ছে। তিনি সকলকে মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com