রাজবাড়ী সদর হাসপাতাল থেকে আরো ৫জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরল

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-১০ ১৯:১৬:০৫

image

রাজবাড়ী সদর হাসপাতালের ডেডিকেটেড কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন করোনা পজেটিভ ৫জন রোগী সুস্থ্য হয়ে গতকাল ১০ই মে দুপুরে বাড়ী ফিরেছে।  
  এরআগে গত ১৮ই এপ্রিল এখান থেকে আরো ৫জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়ে বাড়ী যান। এ নিয়ে জেলায় মোট ১১জন চিকিৎসার মাধ্যমে করোনামুক্ত হলেন।
  হাসপাতালের ডেডিকেটেড কোভিড-১৯ ইউনিট থেকে হওয়া সুস্থ ৫জন হলেন ঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামের মোঃ জুলফিকার আলী বাচ্চু(৪৯), বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের কৃষ্ণ সিনহা(২৫), দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিসি’র ৩জন কর্মচারী নোয়াখালী জেলার বেগমগঞ্জের শামসুদ্দিন(৫৫), ফরিদপুরের সদরপুরের ওবায়দুর রহমান(৩১) এবং চাঁদপুরের মতলবের রোকন উদ্দিন(৫৫)। এদের মধ্যে জুলফিকার আলীর ৫বার করোনা পরীক্ষায় ৪বার পজেটিভ এবং জঙ্গল গ্রামের কৃষ্ণ সিনহার ৪বার পজেটিভ আসে। সর্বশেষ পরীক্ষায় উক্ত ৫জনের রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে রিলিজ দেয়া হয়। এ পর্যন্ত সুস্থ্য হওয়া ১১জনের মধ্যে জুলফিকার আলী সর্বোচ্চ ২৫দিন এবং জঙ্গল গ্রামের কৃষ্ণ সিনহা ২১দিন চিকিৎসাধীন ছিলেন। তবে তাদেরকে আরো ১৪দিন নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।      
  রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন, ডেডিকেটেড কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন ভর্তিকৃত ৭জন রোগীর মধ্যে ৫জন সুস্থ্য হয়ে আজ রবিবার বাড়ি ফিরে গেলেন। বাকী ২জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে সূর্য্যনগর গ্রামের বৃদ্ধ মোঃ আলীমুজ্জামান(৭০) চিকিৎসাধীন রয়েছে।  
  তিনি আরো বলেন, জেলায় সর্বমোট ১৫ জন করোনা পজেটিভ রোগীর মধ্যে এ পর্যন্ত ১১জন সুস্থ্য হয়েছেন। আর দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিসি’র আরো ২জন নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com