অনলাইন নিউজ পোর্টালে সরকারী ভিজিএফ চাল আত্মসাতের সংবাদের প্রতিবাদে রাজবাড়ী জেলার পাংশায় ইউপি চেয়ারম্যান পুত্রের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই মে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের হরিণাডাঙ্গা বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিকের ছেলে মজিবুর রহমান প্রামানিক।
এ সময় মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মজিবুর রহমান প্রামানিক বলেন, গত ৭ই বাংলাদেশ পেপার নামক একটি অনলাইন পোর্টালসহ কয়েকটি অনলাইন পোর্টালে আমাকে জড়িয়ে ভিজিএফ চাল আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদে উল্লেখ করা হয় বিতরণের ভিজিএফের চালের একটা অংশ আমার নিজ ব্যবসা এনে পার্শ্ববর্তী পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামসহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের কাছে বিক্রি করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকাশিত সংবাদে আমার কোন বক্তব্যও দেয়া হয়নি। আমি উক্ত মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক বলেন, গত ২৭শে এপ্রিল সরকারী খাদ্য গুদাম থেকে ৩০ কেজির ৫৬০ বস্তা চাল উত্তোলন করে পরের দিন ২৮শে এপ্রিল ১০ কেজি করে ১ হাজার ৬৮০ জন দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। চাল বিতরণের স্লীপগুলো ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে বন্টন করা হয়। ইউনিয়ন পরিষদের এই চাল বিতরণকালে ট্যাগ অফিসার, ইউপি সদস্যগণ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণের ট্যাগ অফিসার(তদারকি কর্মকর্তা) কৃষ্ণ চন্দ্র বর্মন বলেন, আমার উপস্থিতিতেই চাল বিতরণ করা হয়। কোন প্রকার অনিয়ম হয়নি এবং পরিষদ থেকে অন্যত্র কোন চাল দেয়া হয়নি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com